সন্দ্বীপে ৬ হাজার পরিবারে বিশিষ্ট দানবীর নুরুল মোস্তফা খোকনের ইফতার সামগ্রী বিতরন শুরু

বাদল রায় স্বাধীন: বিগত কয়েক বছর ধরে সন্দ্বীপের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিম খানা সহ অসুস্থ রোগী ও দুস্থদের ঘর নির্মানে অকাতরে সাহায্য করে দানবীর হিসেবে আস্থা অর্জন করেছেন প্রবাসী নুরুল মোস্তফা খোকন।নিঃস্বার্থ ভাবে দান করেছেন তিনি রাজনীতি ও সম্প্রদায়ের উধ্বে উঠে।তারই ধারাবাহিকতায় গতকাল থেকে তিনি মাহে রমজান ও বৈশ্বিক মহামারি করোনা কালীন সময়ে সন্দ্বীপের ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৬ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরন শুরু করেছেন। উনি প্রবাসে অবস্থান করার কারনে এ ইফতার সামগ্রী বিতরন কাজ সমন্বয় করছেন সাবেক কাউন্সিলর ও জিএস আবুল বশার।
গতকাল আজিমপুর ও মুছাপুর ইউনিয়নে বিতরনের পর আজ দ্বিতীয় দিনে কালাপানিয়া ও হরিশপুর ইউনিয়নে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।ইফতার সামগ্রী বিতরনের সমন্বয়ক আবু্ল বশার বলেন নুরুল মোস্তফা খোকন একজন নিভৃতচারী দানবীর ও একজন সংস্কৃতমনা মানুষ। উনি প্রচার প্রসারে বিশ্বাসী নয়।আজ বৈশ্বিক দুর্যোগ কালীন ও রমজানের মুহুর্তে শুধু নয় তিনি বিগত কয়েক বছরে কোটি কোটি টাকা খরচ করে দুঃস্থ ও অসহায়দের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার সে সমস্ত দান পত্র পত্রিকায় প্রকাশ না হলেও হাজারো মানুষের মনে চীরতরে স্থান করে নিয়েছে। এমন দানবীর মানুষ আছে বলে আমরা অনেকে সংকটময় মুহুর্তগুলো অতিক্রম করতে পারি। আমরা সন্দ্বীপের মাটি ও মানুষের জন্য এমন মহৎ কাজ গুলো করার জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্রষ্টা ওনাকে দীর্ঘজীবি করে তার দানের হাত আরো প্রসারিত করুক।ইফতার সামগ্রি নিতে আসা কয়েকজন দরিদ্র,হতদরিদ্র ও অসহায় মানুষ গুলো জানান ইফতার সহায়তা পেয়ে আমরা অনেক খুশী, এই সমস্ত সামগ্রী আমাদের অনেক কাজে লাগবে। আমরা আল্লার দরবারে ওনার জন্য দোয়া করি তিনি দীর্ঘজিবী হউন।
Comments (০)
Add Comment