সন্দ্বীপ শারদাঞ্জলী ফোরামের উদ্যোগে বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ সহ নানা কর্মসুচীর আয়োজন

বাদল রায় স্বাধীন:  শারদাজ্ঞলী ফোরাম সন্দ্বীপ উপজেলা কর্তৃক বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ উপলক্ষে আয়োজিত সারথী সন্মেলন,শীতবস্ত্র বিতরন,গীতা প্রতিযোগিতা,ভাগবতীয় আলোচনা সভা সহ বর্নাঢ্য কার্যক্রম মহা আড়ম্বরে পালিত হয়েছে। হাজারো পুর্নার্থীর উপস্থিতি সহ সকল সারথী ও মাতৃশক্তি ইউনিট এর সদস্যদের বিশেষ পোষাকে সুসজ্জিত হয়ে আসা এক নতুন আবহ বা ব্যন্জনা সৃষ্টি করে সন্দ্বীপে এ যাবৎ কালের আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠানে পরিনত হয়েছে এটি। সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি রবি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মিলন শর্মা, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মাষ্টার অজিত কুমার শীল,মাতৃশক্তি ইউনিট চট্টগ্রামের সভাপতি অধ্যাপিকা অপর্ণা বিশ্বাস, সাধারন সম্পাদিকা জয়া বল তপু, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ন সম্পাদক রুপন নাগ সহ সন্দ্বীপের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।সভায় স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা কমিটির সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, সাংগঠনিক বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ পদ মজুমদার, যুগ্ন সম্পাদক রাগবীর গুহ, সাংগঠনিক সম্পাদক ডাঃ দুলাল চন্দ্র শীল, কোষাধ্যক্ষ সবুজ দাস। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহ-সভাপতি ইন্দ্রজিত রায় ও সন্জীব গুহ। বক্তারা বলেন সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি সংস্কুতি ও তারুন্যের অভিযাত্রার মানষে গঠিত ও মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন এ শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠনের বিভিন্ন মানবিক কাজে অংশ গ্রহন যেমন রক্তদান কর্মসুচী, দুঃস্থদের সহায়তা প্রদান, অসুস্থ রোগীর চিকিৎসা সেবা, অসহায় বিধবা মহিলার ঘর নির্মান, করোনাকালীন মানবিক সহায়তা, দুর্যোগকালীন খাদ্য বিতরন, বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যাদায়গ্রস্থ পিতাকে সহযোগিতা, গীতা স্কুল পরিচালনা সহ অনেক মহতী কর্মকান্ডে অংশগ্রহন করায় কেন্দ্র ও জেলা কমিটি থেকে আগত অতিথিরা বাংলাদেশের সকল উপজেলা কমিটির মধ্যে সন্দ্বীপ কমিটিকে শ্রেষ্ঠ সংগঠনের সন্মাননা ঘোষনা ও সনদ প্রদান করেছেন।

Comments (০)
Add Comment