সোনালী সন্দ্বীপ তরুন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে সোলার প্যানেল ও নগদ অর্থ সহায়তা প্রদান সম্পন্ন

বাদল রায় স্বাধীন: চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া একটি অরাজনৈতিক ও সামাজিক মানবসেবা মুলক সংগঠন সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের অসহায় ও দুস্থ পরিবারেে সোলার প্যানেল ও দুটি মসজিদের উন্নয়নের জন্য নগদ টাকা বিতরন করা হয়েছে।পুর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সন্দ্বীপের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত এ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুর্ব সন্দ্বীপর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ছিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহাদাৎ হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন। সভা সঞ্চালনায় ছিলেন সংগঠনের শিক্ষা উপদেষ্ঠা আব্দুর রহিম রাহাত।সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম রাহাত বলেন ২০২০ সালের জানুয়ারী মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত হওয়ার পর সংগঠনটি দুস্থ, অসহায়, রোগাক্রান্ত মানুষের সহযোগিতা সহ করোনা পরিস্থিতে ত্রান ও ইফতার সামগ্রি প্রদান সহ বিভিন্ন মানবিক কাজে মানুষের পাশে ছিলো এবং থাকবে।উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন বলেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্টার্জিত টাকা থেকে তারা দেশের মানুষকে ভালোবেসে এ সংগঠনের মাধ্যমে রাজনীতির উর্ধে উঠে মানবতাকে প্রাধান্য দিয়ে যেসব কর্মকান্ড করছে তার জন্য তাদের সাধুবাদ জানাই এবং এমন সংগঠনের উপদেষ্টা হতে পেরে আমি ধন্য। তাদের মানবিক কাজ আরো প্রসারিত হবে এবং আগামীতে আমরা তাদের সাথে থাকবো।
Comments (০)
Add Comment