হাতিয়ায় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশ

হাতিয়া থানা পুলিশ কর্তৃক তিন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইয়ের ঘটনায় লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার।শনিবার(২৬শে নভেম্বর)দুপুর আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় পৌরসভার বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের নির্জন স্থান যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী আফসানা বেগম(২৫)নামের এক মহিলার কাছ থেকে স্বর্ণ অলংকার এবং নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আফসানা বেগম চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে তাদের আটক করে পুলিশের হাতে সোর্পদ করে।

আফসানা বেগম(২৫)জানান,পারিবারিক প্রয়োজনে একভরি তের আনা স্বর্ণালংকার ও নগদ ৫১,৫৭০ টাকাসহ তাহার নিজ বাড়ী হইতে ওছখালী যাওয়ার পথে জনৈক আবুল বাশার এর বাড়ীর সামনে বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের নির্জন স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেল যোগে ছিনতাইকারী আবদুর রহমান, জাহেদ,হোসেন আহাম্মদ সহ ৩জন আমাকে রাস্তায় আটক করে স্বর্ণ অলংকার ও টাকা নিয়ে যেতে চাইলে আমি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের হাতে নাতে ধরে পেলে পুলিশের নিকট সোর্পদ করে এবং আমার স্বর্ণ অলংকার এবং নগদ টাকা গুলো উদ্ধার করে দেন।

ছিনতাইকারীরা হলেন,আবদুর রহমান(২৩)পূর্ব লক্ষীদিয়া গ্রামের মিজানুর রহমান ছেলে এবং জাহেদ(২৫)পূর্ব লক্ষীদিয়ামা গ্রামের মারজানের ছেলে ও হোসেন আহম্মদ(২৫)চরঈশ্বর ভুলু ড্রাইভারের ছেলে।

এদিকে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান,আফসানা বেগম এর গতি রোধ করিয়া আসামীদের সাথে থাকা চাকু দেখাইয়া ভয়ভীতি সঞ্চারসহ ত্রাস সৃষ্টি করিয়া আফসানা বেগম এর সাথে থাকা স্বর্নালংকার ও নগদ টাকা ছিনাইয়া নিয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আফসানা বেগম এর ডাকে চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া অল্প দূরে পশ্চিম দিকে ধাওয়া করিয়া আসামীদের ০১ ভরি ১৩ আনা স্বর্নালংকার,নগদ ৫১,৫৭০/-টাকাসহ উদ্ধার করে এসময় তাদের কাছ থেকে,দুইটি চাকু আসামীদের ব্যবহৃত দুইটি মোবাইল,একটি হিরো মোটর সাইকেলসহ আটক করে থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর্নিত আলামত জব্দ তালিকা মূলে জব্দ পূর্বক আসামীদের হেফাজতে নেন।উক্ত বিষয়ে বাদীনির লিখিত এজাহারের ভিত্তিতে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments (০)
Add Comment