
যুবলীগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ।
আজ সোমবার (৩০ ম) দ্য কিং অব চিটাগাং এ চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যুবলীগ থেকে বিদায় নেন তারা।
এর আগে তারা চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সরকার দলীয় হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন এমপিকে যুবলীগ থেকে বিদায় ও আওয়ামী লীগে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে হুইপ স্বপন মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ আজ যুবলীগ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে আওয়ামী লীগে যুক্ত হতে চান।’
তিনি বলেন, ‘আমি তাদেরকে স্বাগত জানাই এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের হাত থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ সংগ্রহের অনুরোধ জানাচ্ছি।’
এরপর একে একে বিদায়ী তিন যুবলীগ নেতা মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হাত থেকে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন।
অবশ্য এর আগে যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খোকা যুবলীগ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের হাত ধরেই আমাদের যুবলীগে প্রবেশ, আজ সেই নেতার উপস্থিতিতেই দীর্ঘ দেড় যুগ পর যুবলীগ থেকে বিদায় নিচ্ছি।
যুবলীগের সম্মেলনেই আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করতে পারায় বিদায়ী তিন যুবলীগ নেতা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর যুবলীগের বাকি দুই সদস্য মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম দিদার এখনই ছাড়ছেন না যুবলীগ। চলতি সম্মেলনে তারা দুজনই সভাপতি পদপ্রত্যাশী।