বিএনপি প্রমাণ করেছে ৭৫-এর হত্যাকাণ্ডের জন্য তারা দায়ীঃ হানিফ

0 ২০০,১৮৫

পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার- এ স্লোগান দেয়ার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে ৭৫-এর জঘন্য হত্যাকাণ্ডের জন্য বিএনপি দায়ী; এ ঘটনার জন্য বিএনপি নেতাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

 

সোমবার (৩০ মে) দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ নগর যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

মাহবুবুল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী সংগঠন। এটি পাকিস্তানিদের ভাষা। এ বক্তব্যের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি এখনো পাকিস্তানের পেতাত্মা। চেতনায় পাকিস্তানি। বিএনপি এখন হঠাৎ মাঠে নেমেছে। তাদের লক্ষ্য সরকার হঠানো। তাই নানা তালবাহানা করছে। আন্দোলনের হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই কোন আন্দোলন করে লাভ নেই। আন্দোলনের হুমকি আওয়ামী লীগকে দিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগ আপনাদের আন্দোলনকে ভয় পায় না।

 

হানিফ আরও বলেন, যারা এখন জাতীয় সরকারের নকশা দিচ্ছে তাদের খায়েস হয়েছে মন্ত্রী, এমপি হওয়ার। আপনাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। কোনদিনও পূরণ হবেনা। যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায় তাদের ষড়যন্ত্র সফল হবে না।

 

বাংলাদেশ কোনদিনও শ্রীলঙ্কা হবে না জানিয়ে হানিফ বলেন, ‘শ্রীলঙ্কা পর্যটননির্ভর দেশ। করোনাকালে কেউ সেখানে ভ্রমণে যায়নি। তাই তাদের দেশে অর্থনৈতিক ধস নেমেছে। আমাদের অনেকগুলো খাত রয়েছে। তার মধ্যে অন্যতম পোশাক খাত, কৃষি খাত এবং বৈদেশিক রেমিট্যান্স। করোনাকালে পোশাক খাত কিছুটা বাধাগ্রস্ত হলেও এখন আবার আমরা সেটি পুষিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশে কোনওদিন অর্থনৈতিক ধস হওয়ার সম্ভবনা নেই। যতদিন জননেত্রী শেখ হাসিনা আছেন ততদিন এ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

 

মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। উদ্বোধক ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

 

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

 

বিশেষ বক্তা ছিলেন আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মোহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক, সাইফুর রহমান সোহাগ, কাজী মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!