সন্দ্বীপ উপজেলা নির্বাচনে ডজন ডজন প্রার্থীর গুঞ্জন।

0 ৮৭৫,৪৯১

আগামী উপজেলা নির্বাচনে সন্দ্বীপ উপজেলায় এক ডজন প্রার্থীর গুঞ্জন শুনা যাচ্ছে।নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা,সমালোচনা এবং পর্যালোচনা।তবে এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে।কেন্দ্র থেকে এ ঘোষণা দেয়ার পর থেকে অনেকে নড়ে চরে বসেছেন।অনেকের ধারণা নির্দলীয় নির্বাচন হলে প্রার্থী যেমন বাড়বে ভোটার ও পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন।শতাংশের হারে ভোট ও বাড়বে।ইতোমধ্যেই চেয়ারম্যান পদে অন্তত ডজন খানেক সম্ভাব্য প্রার্থীর নাম মুখেমুখে শোনা যাচ্ছে।আবার অনেকেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।তবে সন্দ্বীপে আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি,জাতীয় পার্টি বা জায়ামাত সমর্থিত অন্য কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।তারা হলেন,উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন,সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দীন আহম্মেদ,সন্দ্বীপ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা চৌধুরী জেসি,সন্দ্বীপ পৌরসভার সাবেক দুই বারের নির্বাচিত মেয়র জাফর উল্ল্যাহ টিটু,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও মাঈটভাঙ্গা ইউপি চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান মিজান,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহেদ সারোয়ার শামীম,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের ব্রকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল,সন্দ্বীপ উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনৈতিবিদ মাস্টার শাহাজাহান(বিএ)এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য নাদিম শাহ আলমগীর,মুছাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু ও আমানউল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জুয়েল।

গতবছর ২৩শে জানুয়ারী সন্দ্বীপ উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মাস্টার শাহাজাহান(বিএ)মৃত্যু বরণ করলে উপজেলা চেয়ারম্যান পদটি শুন্য হয়।একই বছরের ৯ই এপ্রিল নির্বাচন কমিশন সন্দ্বীপ উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করে ২৫শে মে উপ-নির্বাচন হয়।আর উপ-নির্বাচনে সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন।

সেসময় চেয়ারম্যান পদে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়ন চান।ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।কিন্তু এবার আর থাকছে না দলীয় প্রতীক।উনুক্ত থাকলে বাড়তে পারে প্রার্থীর সংখ্যাও।তবে এখন পর্যন্ত এস এম আনোয়ার হোসেন ছাড়া কোন প্রার্থীর পেস্টুন বা ব্যানার দেখা যায়নি।আনোয়ার হোসেনের কর্মীরা প্রতিদিন বিভিন্ন রাস্তায়,দেয়ালে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেখতে চাই সম্বলিত ব্যানার লাগিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুজন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন।তারা হলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মগধরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসী।

এ ছাড়া অন্য সম্বভ্য প্রার্থীর কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করে যাচ্ছেন।আবার কেউ কেউ বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এখন পর্যন্ত মাঠে এস এম আনোয়ার হোসেন,আলিমুর রাজী টিটু এবং জেবুন নেছা চৌধুরী জেসীর প্রচারণা দৃশ্যমান।বাকীদের প্রচারণা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই চলছে।

তবে আমানউল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জুয়েলের প্রচার-প্রচারণা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।সন্দ্বীপের আনাচে-কানাচেতে এমন কোন সড়ক নেই যে তার ব্যানার নেই।প্রত্যেকটি এলাকায়,বাজারে,সড়কের পাশে বড় বড় ব্যানার টাঙ্গিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে সাজিয়ে ফেলা হয়েছে।

তবে ভোটেরেরা মনে করছেন ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচনে আট প্রার্থী থাকায় যেমনি নির্বাচন জমে উঠছিলো ঠিক তেমনিভাবে উপজেলা নির্বাচনও জমবে।সেক্ষেত্রে বর্তমান চেয়ারম্যানের পাশাপাশি সাবেক মেয়র বা ২০১৪ সালে নির্বাচন করে দ্বিতীয় হওয়া মিজানুর রহমান অথবা বৃহত্তর মগধরা ইউপি চেয়ারম্যান প্রার্থী থাকলে নির্বাচনী মাঠ উত্তাপ থাকবে বলে মনে করছেন ভোটারেরা।

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আছেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন সন্দ্বীপি,বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক,গতবার সামান্য ভোটে হেরে যাওয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম জিল্লু,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রনব মজুমদার,সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তেমন কার ও নাম না শুনা গেলেও লোকে মুখে প্রার্থী হতে পারেন বলে আলোচনা আছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লুৎফর নেছা ও নারী নেত্রী ও উদ্যেগকতা সালেহা রুপসা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!