সন্দ্বীপের বিভিন্ন দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

0 ৩৮৭,৮০৭

সন্দ্বীপের জনজীবনে বিভিন্ন রকমের দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকাস্থ সন্দ্বীপের ১৩টি সংগঠন।

গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ১২টি সংগঠনের সমন্বয়ক ও সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিমিটেডের সভাপতি নুরুল আকতার।

মাস্টার আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান খান,সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী,প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,প্রভাষক ফসিউল আলম,মাসুদ উদ্দিন চৌধুরী,হাসানুজ্জামান সন্দ্বীপী,প্রভাষক দেলোয়ার হোসেন সাঈদ,চারু মিল্লাত,পুষ্পেন্দু মজুমদার প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর ১৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা গুপ্তছড়া কুমিরা নৌ-রুটে ভাসমান জেটি স্হাপন করা ও যাত্রী পারাপার নিশ্চিত করা,সন্দ্বীপের পূর্বের ৭ টি ঘাট চালুর উদ্যেগ গ্রহন করা,ঘাটে যাত্রী ছাউনি ও টয়লেট নিশ্চিত করা, রাত্রিকালীন জাহাজ ও নৌ -সার্ভিস চালু করা,গুপ্তছড়া ঘাটে রোগীর জন্য জরুরি ভিত্তিতে সী এম্বুলেন্স চালু করা,১৯১৩-১৬ ম্যাপ অনুযায়ী ৫৯২ কিলোমিটারের সন্দ্বীপ ঘোষণা করা,সন্দ্বীপ উরিরচর কোম্পানিগঞ্জ সংযোগ সেতু বাস্তবতায়ন করা,সন্দ্বীপের সাথে সরাসরি হেলিকপ্টার সার্ভিস চালু করা,জেগে উঠা ভূমির খাজনা গ্রহণ করার দাবি জানান।

উক্ত মানববন্ধন ও সমাবেশে ডেভেলপমেন্ট লি.ঢাকা, সন্দ্বীপ সমাজ উত্তরা,বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ , সন্দ্বীপ নদী সিকস্তি পূর্ণ বাসন সমিতি,সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম ঢাকা,সোনালী মিডিয়া ফোরাম ঢাকা,সন্দ্বীপ ফেন্ডর্স সার্কেল এসোসিয়েশন,সন্দ্বীপ বিমান বন্দর বাস্তবায়ন পরিষদ,সোলাইমান বাদশা ফাউন্ডেশন, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ, সাউথ সন্দ্বীপ হাই স্কুল প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ও সন্দ্বীপ অধিকার আন্দোলন নামে এই ১৩ টি সংগঠন একত্রিত হয়ে দাবি জানায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!