
সন্দ্বীপে বৃহস্পতিবার বিকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সন্দ্বীপের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় এই পথসভার আয়োজন করা হয়।সামাজিক সংগঠন সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন শহীদুল ইসলাম রিপন,বিজয় টিভির সন্দ্বীপ প্রতিনিধি ইসমাঈল হোসেন মনি,দৈনিক পূর্বদেশ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি সাইফ রাব্বি,দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ,দৈনিক আশ্রয় প্রতিদিনের সন্দ্বীপ প্রতিনিধি কাউছার মাহমুদ দিদার,সাব্বির রহমান,দৈনিক মাতৃজগত পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি সাদ্দাম হোসেন জয়,আনোয়ার হোসেন,পারভেজ প্রমুখ।
বক্তারা হাইকোর্টের নির্দেশমতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন নারীকে প্রধান করে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনে গুরুত্বারোপ করেন।পাশাপাশি দোষী ব্যক্তিকে ক্ষমা না করে আইনে সোপর্দ করার প্রতি বিশেষ গুরুত্ব দেন।