সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামসহ তিন সহযোগী আগ্নেয়াস্ত্র নিয়ে ডিবির মায়া জালে আটক।

0 ২০৫

মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার শহরে ত্রাস আইন শৃঙ্খলা বাহিনীর খাতায় মোস্টওয়ান্টেড ১০ মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম (২৫) কে তার তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ডিবি ও পুলিশ।

এ সময় তাদের কাজ থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।শনিবার (০১.মে.২০২১) সকাল সাড়ে ৬:৩০ টার দিকে তার শ্বশুরবাড়ি শহরের সিকদারপাড়া মাটিয়াতলী থেকে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলি জানান, সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০ টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজার ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!