নেশাজাত দ্রব্য পান করিয়ে অটোরিকশা ছিনতাই

0 ১,০০০,১০৩

চট্টগ্রামে নেশাজাত দ্রব্য পান করিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসা একটি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।এরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের মাইজভিলা এলাকার মৃত ইউসুফের ছেলে মো.রায়হান(২৯) ও জসিমের বাড়ির সিরাজুল ইসলামের ছেলে রবিউল হোসেন রমিজ(২৫)।বুধবার(৩ আগস্ট)দুপুরে চট্টগ্রাম কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)জসিম উদ্দিন।

তিনি বলেন,আসামিরা যাত্রীবেশে অটোরিকশাতে উঠে সুবিধামতো জায়গায় নিয়ে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত।তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সিএনজি চালককে টার্গেট করে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত।পাশাপাশি সিএনজি ড্রাইভারকে অজ্ঞান করার জন্য স্প্রে করত।

এর আগে গত ২১ জুন রাতে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নানকে দুই ছিনতাইকারী যাত্রী সেজে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় নিয়ে যায়।এসময় তারা চালকের সঙ্গে সুসম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে ওই চালককে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ পান করিয়ে অজ্ঞান করে।এরপর তার সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশার কাগজপত্র নিয়া যায়।পরে এ বিষয়ে ওই চালক কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

গত ১ জুলাই কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার মোড়ে পুলিশ একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।এই সময় একটি অটোরিকশা দ্রুত গতিতে চেকপোস্টের দিকে আসলে তাকে দাঁড়ানোর জন্য পুলিশ সংকেত দেয়।চালক পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে সামনের দিকে চলে যায়।পরে পুলিশ ধাওয়া করে ওই অটোরিকশা চালক মো. রায়হানকে আটক করে।

ওই চালক জিজ্ঞাসাবাদে জানায়,অটোরিকশাটি চোরাই।সে অটোরিকশাটি নিয়ে লোহাগাড়ার চরম্বা এলাকার দিকে যাচ্ছিল।এছাড়া সে আরও চোরাই অটোরিকশা সংক্রান্তে বিভিন্ন তথ্য দেয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চরম্বা এলাকা থেকে রবিউল হোসেন রমিজকে গ্রেপ্তার করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রমিজের কাছে থাকা একটি চোরাই অটোরিকশা লোহাগাড়ার তেলেবিলা গ্রামের খন্দকার পাড়া মসজিদ সংলগ্ন মুড়া পাহাড়ের পাশের একটি গভীর পুকুর থেকে উদ্ধার করা হয়।এছাড়া লোহাগাড়া এলাকার চরম্বা টংকাবতী এলাকা থেকে মান্নান মিয়ার অটোরিকশাটি উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!