সাংবাদিক সেজে ১১ রোহিঙ্গা বিমানে করে ঢাকা

0 ১০৮,৫৯১

কক্সবাজার বিমানবন্দর থেকে ১১ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।ঢাকার যাওয়া জন্য তারা বিমানবন্দরে অপেক্ষা করছিল।এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ ১৮ হাজার টাকাসহ সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।মঙ্গলবার(২৩ আগস্ট)বিকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া)কামরান হোসেন।

আটক রোহিঙ্গারা হলেন মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নূর,আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আয়াছ,মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম,আবু তাহেরের ছেলে মোহাম্মদ নূর,নুর আলমের ছেলে ওসমান,আব্দুর শুক্কুরের ছেলে আবু বক্কর সিদ্দিক,মৃত সলিমুল্লাহর ছেলে রেজাউল করিম,নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আজিজ,দিন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফয়সাল ও আব্দুস শুক্কুরের মেয়ে রহিমা।তারা সবাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া)কামরান হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দরে কনকোর্স হলের সামনে গিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে তাদের দেখে গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন।এ সময় তাদের কাছ থেকে ইউএস বাংলার দুটি,নভোএয়ারের দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি টিকিট উদ্ধার করা হয়।এছাড়া সাংবাদিকের দুটি ভুয়া পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া গেছে তাদের কাছে।তিনি আরও জানান, কেন তারা ঢাকা যাচ্ছিল সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!