ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে এসেছে

0 ৫০৯,৮৫৪

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অবস্থিত সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।সংস্থাটির নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক(ইন্সপেকশন অ্যান্ড সেফটি)এ কে এম নাঈমুল্লাহ বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে।ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি।আমাদের প্রশিক্ষিত লোকজন আছে।তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিলো।আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিলো।তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

তিনি আরও বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না।বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি।ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়,এমন একটি জায়গায় আগুন লেগেছে।বড় ধরনের কোনো কিছু হয়নি।

শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!