বোয়ালখালীতে বাল্যবিয়ে ঠেকালেন এসিল্যান্ড

0 ৪৫৪,১৫১

চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ বছর বয়সী অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৯ মার্চ)দিনগত রাত ৯টার দিকে উপজেলার মধ্যম করলডেঙ্গায় এ ঘটনা ঘটে।উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.আলাউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

সহকারী কমিশনার(ভূমি)মো.আলাউদ্দিন জানান, অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে তা বন্ধ করা হয়েছে।বাল্য বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।এসময় উপস্থিত কনের অভিভাবকদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয় বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!