বহুতলা প্রিমিয়ার লীগ(বিপিএল) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন।

0 ১৭৪

রিয়াদুল মামুন সোহাগঃ “মুঠো ফোনের অভিশাপ সবাই মিলে ঘুচিয়ে দিবো এসো নবীন,এসো প্রবীন খেলার মাঠের সঙ্গী হবো”।এই স্লোগান নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সরকারি(বহুতলা)কলোনী এসোসিয়েশন কর্তৃক ১ম বারের মত একটি ফুটবল টুর্নামেন্ট(বহুতলা প্রিমিয়ার লীগ-২০২১) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন।আজ বিকাল চারটায় জাম্বুরী সরকারি(বহুতলা)কলোনীর বড় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।উদ্ভোদনী ম্যাচে মোকাবিলা করেন চেলসি ও টটেনহাম নামের দুটি দল।চেলসির অধিনায়ক বর্তমান কলোনী এলোটি ও টটেনহামের অধিনায়ক সাবেক কলোনী এলোটি জেড আর রহমান বাবু।

উক্ত উদ্ভোদনী খেলায় ৯০মিনিটে ২/২ গোলে সমতা থাকলেও টাইবেকারে ৪/১ গোলে চেলসি জয়লাভ করেন।সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন চেলসির গোল রক্ষক মোহাম্মদ রুবেল।

উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী(সবুজ)।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া,বিশিষ্ট সমাজ সেবক,দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হোসেন।

এছাড়া বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও কলোনীর প্রবীন বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রনজীৎ চন্দ্র দাস।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাম্বুরী মাঠ সরকারি কলোনীর সভাপতি মোশাররফ হোসেন ভূইয়া।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাম্বুরী মাঠ সরকারি কলোনীর উপদেষ্টা মিজানুর রহমান।ব্যবস্থাপনায় রয়েছেন জাম্বুরী মাঠ সরকারি(বহুতলা)কলোনী এসোসিয়েশন।অনুষ্ঠানের সার্বিক সত্ববদানে ছিলেন ওমর ফারুক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!