দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে সোনাইমুড়ির যুবক খুন

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক। তিনি সোনাইমুড়ি পৌরসভার শিমুলিয়া গ্রামের নূর মোহাম্মদ মৌলবি বাড়ির আতিকুল্লাহ মাস্টারের মেঝো ছেলে। জানা গেছে, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল এলাকায় জাহাঙ্গীর নিজ দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এমন সময় কিছু কৃষ্ণাঙ্গ অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ভাই আলমগীর জানিয়েছেন, জাহাঙ্গীর দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে। তার ভগ্নিপতি জাকিরের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিলো।এরই জের ধরে তার ভগ্নিপতি গত ১০ দিন আগে হুমকি দিয়ে বলেছিল যে কোন ভাবে তাকে হত্যা করবে। তাদের ধারনা তাদের ভগ্নিপতি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তার ভাইকে হত্যা করেছে। তিনি আরো বলেন তার ভগ্নিপতি সাউথ আফ্রিকা প্রবাসী। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার বোনের উপর নির্যাতন চালায় এছাড়াও তার রয়েছে একাধিক পরকীয়ার সম্পর্ক বারবার তাকে যৌতুক দেয়ার পর ও সে ৮ শতাংশের একটি জমি দাবী করে। তার আচরনে অতিষ্ঠ হয়ে তারা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে এবং এতে সে সাজা ভোগ করে। আর এরপর সে আরো বেপরোয়া হয়ে অনবরত হুমকি দিয়ে আসছে তাকে ও তার পরিবারকে। তিনি বলেন সে আমার ভাইকে খুন করিয়ে ক্ষান্ত হয়নি তার পরবর্তী টার্গেট আমি। তাই তিনি তার ভাইয়ের খুনি জাকির এর বিচার ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য কামনা করেন।

Comments (০)
Add Comment