বাঁশখালী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা।

বাঁশখালী প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরও কঠোর হতে নির্দেশনা দিয়েছে সরকার।এরই ধারাবাহিকতায় বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

আজ সোমবার(২৬ এপ্রিল)বিকালে সহকারী কমিশনার(ভূমি)মাজহারুল ইসলাম এর নেতৃত্ব গুনাগরীতে দোকান ও শপিংমলে স্বাস্হ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৬ টি মামলা দায়ের ও ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মাজহারুল ইসলাম জানান,করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসচেতনতায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments (০)
Add Comment