শিক্ষা দিবে মুক্তি

এম এ মান্নান মিনহাজ: বিবেক ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম চয়ন ও সাধারন সম্পাদক দীপু মজুমদার এর নেতৃত্বে উক্ত আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, বন্দর কর্মচারী পরিষদ এর সাধারন সম্পাদক, বিবেক ফাইন্ডেশনের উপদেষ্টা নায়েবুল ইসলাম ফটিক। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্র নেতা আবু নাছের জুয়েল। যুবনেতা মোঃ সোহেল, মোঃ তুহিন, অনুপম চন্দ্র দেবনাথ, মোঃ সুমন, ওমর ফারুক মুন্না, ছাত্রনেতা ইসমাইল হোসেন শামীম, আওলাদ হোসেন বাবু, আবু সায়িদ, ইমাম হোসেন প্রান্ত, রাজা শাহ, মোঃ রকিব, কায়েস, দ্বীন ইসলাম,ইমন রাফি সহ ছাত্রপ্রতিনিধিরা। এসময় নায়েবুল ইসলাম ফটিক বলেন, “রাষ্ট্র গঠনে সুশিক্ষিত জাতি আবশ্যক, তাই মেধাবী শিক্ষিত জাতি গঠনে সমাজ কর্মীরা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করতে এমন আয়োজন চলমান রাখা দরকার।তিনি বিবেকের সর্বাঙ্গীণ মঙ্গল ও সর্বদা সর্বোচ্ছ সহযোগিতার আশ্বাস প্রদান করেন ” ছাত্রনেতা আবু নাছের জুয়েল বলেন, “শোককে মেধার শক্তিতে রূপান্তরিত করে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বিবেকের চলমান কর্যক্রম আরো গতিশীল করা উচিত। এতে করে মানবিক বাংলাদেশ বিনির্মানের পথ প্রশস্ত হবে বলে আশা ব্যাক্ত করেন “।

Comments (০)
Add Comment