সিএমপি’র আকবরশাহ্ থানার অভিযানে খুনসহ ডাকাতির ঘটনায় অভিযুক্ত ১০ জন গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার।

সিএমপি’র আকবরশাহ্ থানার অভিযানে খুনসহ ডাকাতির ঘটনায় অভিযুক্ত ১০ জন গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার।চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন শীতলপুরে অবস্থিত আবুল খায়ের ষ্টীল মিলের মালিকানাধীন ৩৫ টন কাঁচা লোহা(পিগ আয়রন)ভর্তি একটি ট্রাক,সিএমপি’র সদরঘাট থানাধীন জুট র্যালী ঘাট হতে রওনা হয়ে রাত অনুমান ০৩:৩৫ ঘটিকা হতে অনুমান ০৪:১৫ ঘটিকার মধ্যবর্তী সময় আকবরশাহ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিটি গেইটের সংলগ্ন এলাকায় পৌছালে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক গাড়ির চালক’কে অস্ত্রের ভয় দেখিয়ে ও পাথর নিক্ষেপ করে ট্রাকটি থামাতে বাধ্য করে এবং ট্রাকে থাকা অনুমান ৩০০ কেজি কাঁচা লোহা লুন্ঠন করে।

পরবর্তীতে সীতাকুন্ড থানা এলাকায় শীতলপুর আবুল খায়ের স্টীল মিলে মালামাল আনলোডিং করার সময় উক্ত মালামালের স্কর্ট এর দায়িত্বে থাকা সানি ট্রেডার্স এর কর্মচারী আবুল হাসেম নিরব(১৯) এর মৃত দেহ পাওয়া যায়।উপরোক্ত ঘটনা সংক্রান্তে বাদীর এজাহারের ভিত্তিতে আকবরশাহ থানায় একটি মামলার রুজু করা হয়।

পরবর্তীতে উপ-পুলিশ কমিশানার(পশ্চিম) আব্দুল ওয়ারিশ এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) পংকজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার(পাহাড়তলী জোন) মুকুর চাকমা এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন এর নেতৃত্বে আকবরশাহ থানার টীম ঘটনাস্থলের আশ পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পাহাড়তলী,খুলশী,হালিশহর,বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ০২টি ছোরা,০২টি তেরপাল,লুন্ঠিত ৩০০ কেজি কাঁচা লোহা ও ০১টি মেক্সিমা অটো টেম্পু সহ মোঃ রকি(২২),মোঃ রাসেল আখন(২৭),মোঃ আব্দুল্লাহ আব্দুল লাইল্লা(২০), মোঃ রানা পারভেজ(১৯),মোঃ ইব্রাহিম প্রঃ শান্ত (২০),মোঃ আব্দুর রায়হান রায়হান(১৯),মোহাম্মদ আলী রমজান রানা(২০),মোঃ আব্দুল জলিল(৬২), মোঃ মজিবুর রহমান রিপন(৩০),মোঃ সাজ্জাদ(৩০) কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments (০)
Add Comment