একুশের নিয়মিত আবৃত্তি আয়োজন ‘চেতনায় একুশ’

একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র ২৫ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘চেতনায় একুশ’ শিরোনামে এক কবিতার অনুষ্ঠান আয়োজন করে। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে আয়োজন শুরু হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজী। উদ্বোধনী প্রযোজনা ছিলো ‘তুমি আজ জাগো’, সম্পাদনা ও নির্দেশনা অনির্বাণ চৌধুরী, পরিবেশনায় একুশ সদস্যবৃন্দ।

একুশ সহ-সভাপতি সজল দাশের সভাপতিত্বে আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী বনকুসুম বড়ুয়া (দৃষ্টি চট্টগ্রাম), সুপ্রিয়া চৌধুরী (চট্টলা আবৃত্তি একাডেমি), ঐশী পাল (আবৃত্তি আলয় বৈখরী)। কবিতা পাঠ করেছেন উৎপলকান্তি বড়ুয়া, বিদ্যুৎ কুমার দাশ ও আলী প্রয়াস; একক সংগীত পরিবেশন করেন একুশ সদস্য রাজেশ কর এবং একুশ সদস্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মো. তৌহিদুল ইসলাম, স্নিগ্ধা সিকদার, প্রতীক বড়ুয়া, টুটুল দেবনাথ, সঞ্জয় কুমার দাশ, জয় চন্দ্র বিশ্বাস, পলি রাণী দেবী, উদিতা ভট্টাচার্য্য, অর্পিতা মজুমদার, মো. মোহাই মেনুল, দীপিতা দেব তমা, এ্যানি বিশ্বাস, আফরোজা সাবরিন প্রিয়া, মনির হোসেন, মো. সালাউদ্দিন, মামুন খান রাহী, অস্মি মিত্র, নিবেদিতা দেব অথৈ, সৌগত বিশ্বাস আদি এবং রশ্নি মুখার্জী।

আয়োজনে একুশ কার্যকরী পর্ষদ ২০২১-২০২৩ এর নাম ঘোষণা করা হয়। কার্যকরী পর্ষদের বরণ পর্বের অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ। আয়োজনে নব গঠিত কমিটির সকল সদস্যদের শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন। শপথ পাঠ শেষে কার্যকরী পর্ষদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ, অধ্যাপক রীতা দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একুশ সদস্য অনির্বাণ চৌধুরী ও রেনিয়া চৌধুরী।

Comments (০)
Add Comment