জঙ্গল সলিমপুরে অবৈধ বসতঘর সরাতে মাইকিং

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের আগামীকালের মধ্যে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।এছাড়াও সেখানে যে কোনোদিন উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার(৩০ আগস্ট)জঙ্গল সলিমপুর জালালাবাদ মৌজার ১ নম্বর খাস খতিয়ানে বি এস ৭২৯ দাগে ৯ দশমিক ৭০ একর,শ্রেণি-পাহাড় এবং বি.এস ৭৭১ দাগে ২ দশমিক ৯৪ একর,শ্রেণি- পাহাড়ী ভূমি সরেজমিন পরিমাপ ও চিহ্নিত করে লাল পতাকা বসানো হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। সরকারি ভূমিতে অবৈধভাবে বসবাসকারীগণ বুধবারের মধ্যে সরে না গেলে পরে বিধি মোতাবেক তাদের ওই ভূমি হতে উচ্ছেদ করা হবে।

জালালাবাদ মৌজার এসব খাস খতিয়ানভুক্ত পাহাড়ি ভূমি জেলা প্রশাসক চট্টগ্রামের নামে বিএস জরিপ চূড়ান্ত করা হয়েছে।এসব খাস খতিয়ানের ভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের ৩১ আগস্টের মধ্যে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

Comments (০)
Add Comment