সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

 চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা(৬৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৯ মার্চ)সকাল আটটায় সীতাকুণ্ডের বারআউলিয়া পাক্কা মসজিদ এলাকায় অবস্থিত তাহের শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক নড়াইল জেলার লোহাগড়া থানার কুমর ডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে।

জানা যায়,বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তাহের শীপ ইয়ার্ডে জাহাজের অংশ বিশেষ গ্যাসের আগুনের সাহায্যে কাটার সময় হঠাৎ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন আশ্রাফ মোল্লা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার জানান,জাহাজ কাটতে গিয়ে আগুনে শরীর ঝলসে গেলে আশরাফ মোল্লাকে সকাল ১১ টার দিকে হাসপাতালে আনা হয়।

কর্তব্যরত চিকিৎসকরা তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে।সেখানে তার চিকিৎসা চলছিল।দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments (০)
Add Comment