সীতাকুণ্ডে বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে উদ্যোক্তাদের মিলনমেলা

সীতাকুণ্ডে বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে উদ্যোক্তাদের মিলনমেলা,গত ১৯শে নভেম্বর ছিল বিশ্ব নারী উদ্যোক্তা দিবস।বাংলাদেশও নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে। ব্যতিক্রম নয় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাও এ উপলক্ষে সীতাকুণ্ড এফ কমার্স ফোরাম উদ্যমী নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।যা রীতিমত উদ্যোক্তাদের মিলনমেলায় রূপ নিয়েছে।
গত রবিবার(১৯শে নভেম্বর)বিকাল তিনটায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই মেলায় শতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নেয়।অনুষ্ঠানে সক্রিয় নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ১১ নারীকে সম্মাননা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম।সীতাকুণ্ড এফ কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউদ্দিন বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক সুরাইয়া বাকের।
নারী উদ্যোক্তা আয়েশা আশা’র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এফ কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য রায়হান উজ জামান চৌধুরী, রুমা আক্তার,মুনমুন ভুঁইয়া।নতুন উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন,সালমা আশারফ।পরে এফ কমার্স গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ও গ্রুপ কন্টেস্টে পুরষ্কার প্রাপ্ত হন যথাক্রমে আয়েশা বেগম শিউলি,ফরিদা তসলিম মুক্তা,সানজিদা কায়সার,সারজিনা আক্তার,প্রীতি এলাহী,জেসমিন আক্তার,পারভীন আক্তার ইতি,সাজেদা সাজি, আয়েশা আক্তার,বিবি জোহরা,ফারহানা তাসমিন চৌধুরী প্রমুখ।
Comments (০)
Add Comment