ট্রেন থেকে পড়ে নিখোঁজ,মরদেহ একদিন পর উদ্ধার।

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার আক্কেলপুর হলহলিয়া ব্রীজে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোর মেহেদী হাসানের(১৫)মরদেহ একদিন পর গত(১৮ জুলাই)সোমবার উদ্ধার করেছে ডুবুরী দল।

পুলিশ জানায়,পঞ্চগড়ের বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান গত ১৭ জুলাই রবিবার ঢাকা থেকে ট্রেনযোগে দাদি ও বোনের সঙ্গে পঞ্চগড়ে যাচ্ছিল।সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় হলহলিয়া রেল ব্রীজে পৌছলে, হলহলিয়া ব্রীজের গাডারের সাথে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হয় কিশোর।

রাতেই আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অনেক চেষ্টা চালিয়ে কিশোরকে উদ্ধার করতে পারেনি।পরের দিন গত ১৮ জুলাই সকালে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেন।

সান্তাহার রেলওয়ে থানা ওসি শাকিউল আযম মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন,কোন বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।এব্যাপারে সান্তাহার জিআরপি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে ।

Comments (০)
Add Comment