প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে ভাসছে তমরদ্দি ইউনিয়নের পশ্চিম ক্ষিরোদিয়া,পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

এম,এ,মোজাহিদ বিল্লাহঃ নোয়াখালী হাতিয়া উপজেলার তমরদ্দি এলাকায় পশ্চিম ক্ষিরোদিয়া গ্রামটি প্রবল জোয়ারের কবলে পড়ে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় অধিকাংশ ঘর-বাড়ি ও রাস্তা।

প্রবল জোয়ারের কারণে বেড়িবাঁধ মুখে সবচেয়ে বেশি ক্ষতি হয় মুখে অবস্থিত ঘরগুলো।নিঃস্ব হয়ে দিশেহারা অনেক পরিবার,তার মধ্যে উল্লেখযোগ্য আমিন সাধু,পারভেজ,নোমান,নবীর,মিনা,কাইয়ুম,শামীম,শাহজাহান,সিরাজ,সেলিম,বাসার,কামাল,ইউনুস।

ঘটনাস্থল তৎক্ষনাৎ পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মোঃ রেজাউল করিম সাহেব ও তমরদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফররুখ আহমদ সাহেব ও বিভিন্ন সমাজ সেবক ও তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার ও স্বশরীরে উপস্থিত ছিলেন এম,মোজাহিদ বিল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বরাদ্দ থেকে সাহায্য করার আশ্বাস দেন।চেয়ারম্যান ফররুখ আহমদ বেড়িবাঁধ দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলে জনগণকে আশ্বাস প্রদান করেন।

Comments (০)
Add Comment