বরুড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

কুমিল্লার বরুড়ায় ১৬ আগস্ট রবিবার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের সুদ্রা গ্রামের মোল্লা বাড়ির পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় পয়ালগাছা গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে সরকারি রাস্তা এবং আশ্রয়ণের ঘরের পাশে পুকুর হতে মাটি ও বালু উত্তোলন করার সময় ১ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়।ড্রেজার দিয়ে বালু তোলার কারনে পাশের রাস্তা ভেঙ্গে যাচ্ছে। এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়।

আটককৃত দিদারুল আলম কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছার সিদ্দিকুর রহমান মজুমদারের ছেলে বলে জানা যায়।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে দিদারুল আলমকে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী বরুড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মঈন উদ্দিন বলেন,আমরা যেখানেই এমন কার্য্যক্রমের খবর পাবো সেখানেই ভ্রাম্যমাণ পরিচালনা করবো এবং অভিযান চলমান থাকবে।

Comments (০)
Add Comment