বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উদযাপিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আব্দুল খালেকঃ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন,বঙ্গবন্ধুর হাতে গঠা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ৪জানুয়ারি।১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই ছাত্রলীগ জন্ম হয়ে অনেক ঘাতপ্রতিঘাত সহ্য করে,অনেক আন্দোলন সংগ্রাম করে করে ৭২ বছর পেরিয়ে আজ ৭৩ বছরে পা রেখেছে। 

প্রাণের সংগঠনকে যথাযথ মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে ৩ জানুয়ারি সন্ধ্যা থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে উদযাপনের স্থানে।
রাত ১২ঃ০২ মিনিটে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান।

বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ উদ্দীন,সঞ্চালনায় ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নিশাত।

সভায় আরো উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা মামুন,ছাত্রলীগ নেতা মোশাররফ,শাহদাত হোসেন রাজু,মুন্না,সাদমান,সাহিদুল ইসলাম,নোমান,রাকিব সহ প্রমুখ।

কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উদ্বোধন করার আগে ছাত্রলীগ নেতা কর্মীদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারপর রাত ১২ঃ০১ মিনিটে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সাথে সরণ করে এক মিনিট নিরবতা পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ বাড়বকুণ্ড ইউনিয়ন শাখার ছাত্রলীগের আমৃত্যু সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ নয়নের জন্য।

বাংলাদেশ ছাত্রলীগের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন উক্ত সভার সভাপতি।

Comments (০)
Add Comment