মাধবপুর সোনাই নদীতে বাঁশের বেড়াসহ জাল দিয়ে মাছ শিকার, এতে মাছের প্রজনন ক্ষেত্র হুমকির সম্মুখীন

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর সোনাই নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া ও বিভিন্ন নিষিদ্ধ অবৈধ জাল দিয়ে পানি প্রবাহের বাধা সৃষ্টি করে ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ শিকার করছে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।সরেজমিনে দেখা যায়,ভারত সীমান্ত দিয়ে প্রবেশ বাংলাদেশের মাধবপুর উপজেলার ধর্মঘর,চৌমুহনী,বহড়া,আন্দিউড়া সহ বিভিন্ন স্থানের মধ্য দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীটি।নদীটির বিভিন্ন জায়গায় পানি প্রবাহের বাধা সৃষ্টি করে এবং বানা দিয়ে মাছ স্বীকার করছেন স্হানীয় প্রভাবশালীরা।

শুধু নদীতেই না উপজেলার বিভিন্ন মাঠে, বিভিন্ন কালভার্টের মুখে বানা দিয়ে অবৈধভাবে মাছ স্বীকার করছে তারা।উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এসব অবৈধ ভাবে বানা দিয়ে মাছ শিকার করার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান,কিছু স্থানীয়রা প্রভাবশালী ব্যক্তিরা নদীতে মাঠে কালভার্টের মুখ সহ বিভিন্ন জায়গায় যেভাবে বানা দিয়ে মাছ শিকার শুরু করেছে,এতে করে একদিকে যেমন নদীতে পানির প্রবাহের বাধা সম্মুখীন হচ্ছে,আরেক দিকে পাশাপাশি মাছের প্রজনন ক্ষেত্র চরমভাবে হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

আবার সরকারি নিয়ম অমান্য করে মাছ শিকার করার কারণে, স্থানীয় জেলে পরিবারগুলো মাছ শিকার করতে না পারায় জীবন-জীবিকা নিয়ে বিপাকে পড়বেন বলে ও মনে করছেন সংশ্লিষ্টরা।উল্লেখীত বিষয়ে বাঁশের তৈরি বানা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করার সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,আমাদের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে সবসময় এবং খুব দ্রুত এসব অবৈধ ভাবে মাছ শিকার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।তবে কোনো প্রভাবশালী এমনকি কাউকেই ছাড় দেওয়া হবে না।

Comments (০)
Add Comment