মানিকছড়ি উপজেলা তথ্য আপা ‘র উঠান বৈঠক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়), তথ্যকেন্দ্র,মানিকছড়ি উপজেলার গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য কাজ করছে।

তথ্যকেন্দ্র,মানিকছড়ি উপজেলার উদ্যোগে ২৯/০৩/২০২২খ্রি. রোজ সোমবার সকাল ১১ঃ০০ টায় অত্র উপজেলার ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০১ নং ওয়ার্ড, ০১ নং মানিকছড়ি ইউনিয়নে তথ্যকেন্দ্রের সেবাসমূহ নিয়ে আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মানিকছড়ি উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ সুমাইয়া আক্তার’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা,রিসোর্স পারসন্স – তৃণা চাকমা সদস্য, জাতীয় মহিলা সংস্থা ও প্রাক্তন প্রধান শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
জগৎ জ্যোতি ত্রিপুরা- মাঠ সমন্বয়কারী কর্মকর্তা,
হাসিনুর রহমান মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার,মোহাম্মদ আসাদুজ্জামান ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, ফরিদুল আলম ব্যবস্থাপক,টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

আলোচনার বিষয় ছিলো নারী শিক্ষা, বাল্যবিবাহ, নারীদের জন্য বিভিন্ন সরকারি অফিসসমূহের সেবা, তথ্যকেন্দ্রের সেবাসমূহ এবং নারী নির্যাতন ইত্যাদি।

নিগার সুলতানা বলেন, আমাদের জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে মানিকছড়ি উপজেলার পিছিয়ে পড়া মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানের তথ্য আপার সেবাসমূহ- অনলাইনে চাকরির আবেদন, ভর্তি ফরম পূরণ , পরীক্ষার ফলাফল, ই মেইল, স্কাইপির মাধ্যমে যোগাযোগ, প্রাথমিক স্বাস্থ্যসেবা (ডায়াবেটিস পরিমাপ, উচ্চ রক্তচাপ পরিমাপ, ওজন, উচ্চতা ও তাপমাত্রা পরিমাপ ইত্যাদি), নারী উদ্যোক্তাদের ই- কমার্স সহায়তা ইত্যাদি সেবা আমরা বিনামূল্যে দিয়ে থাকি, সামাজিক কাজেও যাতে নারীরা অবদান রাখতে পারে সে ব্যাপারে আমরা কাজ করি। আমরা সব সময় আপনাদের পাশে আছি।

সুমাইয়া আক্তার বলেন -আমরা মানিকছড়ি উপজেলায় বিভিন্ন বিষয়ে তথ্য সেবা দিয়ে থাকি।আজ উঠান বৈঠকে মোট ১৮২ জন নারী সেবাগ্রহীতা উপস্থিত আছে।

Comments (০)
Add Comment