সন্দ্বীপে নব প্রজন্ম মুজিবের ঈদ পুনর্মিলনী

সন্দ্বীপের বৃহত্তম সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন”নব প্রজন্মে মুজিব”এর উদ্যোগে এক ঈদ পুনর্মীলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে ১৭ জুলাই,বিকেল ৫ টায়,সন্দ্বীপের সাবেক পৌর মেয়র ও নব প্রজন্মে মুজিব সংগঠনের প্রতিষ্ঠাতা জাফর উল্যা টিটু ‘ র বাস ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে নব প্রজন্মে মুজিব এর বিগত দিনে সারা সন্দ্বীপব্যাপী অনুষ্ঠেয় ” শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত থেকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা বেলাল উদ্দিন,নটরাজ মাস্টার কামাল উদ্দিন,বিশিষ্ট নাট্যকার আবুল কাশেম শিল্পী, কবি নীলাঞ্জন বিদ্যুত, আকমল খান ডেভিড,সাংবাদিক ইলিয়াস কামাল বাবু,জাকের হোসেন,গোফরানউদ্দিন রানা,মাস্টার মাইনউদ্দিন,মাস্টার ফজলুল করীম বাবুল,মাস্টার প্রভাকর চক্রবর্তী, শিল্পী নারায়ন চক্রবর্তী,মাস্টার বিধান চন্দ্র দাস,মাস্টার কচি,মাস্টার নোমান (অবঃ),মাস্টার আবদুল হান্নান(অবঃ)মাস্টার রতন ব্যানার্জী(অবঃ)আওয়ামীলীগ নেতা জাহাঙীর হোসেন,সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন,সাবেক যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক লিটন,সাবেক ছাত্রলীগ নেতা সাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক মেয়র ও নব প্রজন্মে মুজিব এর প্রতিষ্ঠাতা জাফর উল্যা টিটু তার আহবানে সাড়া দিয়ে আগত অভ্যাগতদের ধন্যবাদ জানান ও কুশলাদি বিনিময় করেন।পরে মুক্ত আলোচনায় বিগত সময়ে সুসম্পন্ন হওয়া নব প্রজন্মে মুজিবের “শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের উপর গুরুত্বারোপ করে অনেকেই আলোচনায় অংশ নেন,তারা সকলেই এ প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য পুনরায় এর কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়ার জন্য সাবেক মেয়র ও নব প্রজন্মে মুজিব এর প্রতিষ্ঠতা জাফর উল্যা টিটু ‘ র কাছে আহবান রাখেন।আলোচনা শেষে,পরে সকলেই বাস ভবন প্রঙ্গনে এক চা- চক্রে মিলিত হন।
Comments (০)
Add Comment