সন্দ্বীপে হবে স্থায়ী নির্বাচন অফিসঃ সিইসি আওয়াল।

স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)সিইসি কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত পচিয় পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি.এ,জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান,সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা,পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

Comments (০)
Add Comment