সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের আড়াই লক্ষ টাকা জরিমানা।

চট্টগ্রামের সন্দ্বীপে প্রতিনিয়তই সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাঁটা হচ্ছে।প্রশাসনের অগোচরে রাত ১১টা থেকে শুরু হয় এইসব মাটি কাঁটার কাজ।আজ শনিবার(৭ই জানুয়ারী) সব সময়ের মতো ভ্রাম্যমাণআদালত পরিচালিত হয়।

সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ জনকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে মোট ২,৫০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।পাঁচ জন হলেন হারামিয়া ৮নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে মোঃ ইমন,বাউরিয়া ৬নং ওয়ার্ডের বাবুলের ছেলে মোঃ সাকিব,হারামিয়া ৬নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মোঃ রুবেল,পৌরসভা ৬নং ওয়ার্ডের মোঃ বেলালের ছেলে মোঃ মনির,হারামিয়া ৬নং ওয়ার্ডের মোস্তফার ছেলে মনির।

এই সময় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন,যারাই অবৈধভাবে সরকারি জমি/খাল হতে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।একইসাথে জনগনকেও এই বিষয়ে সজাগ থাকার এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

Comments (০)
Add Comment