সাপ্তাহিক চার হাজার টাকার কিস্তির অত্যাচারে আত্মহত্যা করলেন সীতাকুণ্ডের নাহিদা।

নাহিদার স্বামী বেকার।আগে সিএনজি অটোরিকশা চালালেও এক বছর ধরে তাও করেন না।যে কারণে স্বামী ও তিন ছেলে নিয়ে সংসার চালাতে হিমশিম খান নাহিদা।

ঋণগ্রস্ত হয়ে পড়েন বিভিন্ন এনজিও সংস্থার।প্রতি সপ্তাহে চার হাজার টাকা কিস্তির জন্য এনজিও কর্মীরা প্রায় প্রতিদিন তার ঘরে আসেন।স্বামীকে না পেয়ে তাকে কিস্তি পরিশোধের জন্য চাপ দিতেন। এই নিয়ে অশান্তি সহ্য করতে না পেরে বিষপানে জীবন থেকে মুক্তি নিলেন নাহিদা নামে এক গৃহবধূ।

মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের কেদার খিল গ্রামে।মঙ্গলবার(১লা নভেম্বর)দিবাগত রাত বারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় নাহিদা আক্তার(৩৮)নামে ওই গৃহবধূর।

এর আগে একই দিন সকাল আটটার দিকে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করেন।

নাহিদা আক্তার সৈয়দপুর ইউনিয়নের কেদার খিল গ্রামের নুর বক্স হাজী বাড়ির ইকবাল হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলের জননী ছিলেন।ছোট ছেলের বয়স পাঁচ বছর।

Comments (০)
Add Comment