সারা দেশের ন্যায় উপজেলা সন্দ্বীপেও ওএমএস কার্যক্রম শুরু।

বৈশ্বিক প্রেক্ষাপটে জনসাধারণকে মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে এবং চালের বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশের ন্যায় উপজেলা সন্দ্বীপেও আজ থেকে ওএমএস কার্যক্রম শুরু হয়েছে।

আগামী নভেম্বর পর্যন্ত ওএমএস এর কার্যক্রম বহাল থাকবে।সপ্তাহে শুক্রবার ও শনিবার ব্যতিত বাকী সব দিন ওএমএস কার্যক্রম চলবে।

উক্ত কার্যক্রম উদ্ভোদন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ)মঈন উদ্দিন।এই সময় আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা খাদ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন,সন্দ্বীপ এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাস।

এই কার্যক্রমের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে ৩০ টাকা মূল্যে সর্বোচ্চ ৫ কেজি চাল প্রদান করা হবে যা প্রতি মাসে ২ বার করে নেয়া যাবে।গরীব অসহায় মানুষের জন্য সরকার ওএমএস সম্প্রসারিত করেছেন।

এবিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মঈন উদ্দিন বলেন,বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য দ্রব্যসহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের জন্য সরকার ওএমএস কার্যক্রম সম্প্রসারিত করেছে।এখানে সকল দরিদ্র মানুষ লাইনে দাঁড়িয়ে প্রতি মাসে ২ বার সর্বোচ্চ ৫ কেজি করে ১০ কেজি চাল কিনতে পারবে।

Comments (০)
Add Comment