সিএমপির পাহাড়তলী থানার অভিযানে নগদ একাউন্ট হ্যাক করে টাকা ট্রান্সফারের অভিযোগে ০১ জন গ্রেফতার।

সিএমপির পাহাড়তলী থানার অভিযানে নগদ একাউন্ট হ্যাক করে টাকা ট্রান্সফারের অভিযোগে ০১ জন গ্রেফতার।পাহাড়তলী থানাধীন অলংকার মোড় দিদার এন্টারপ্রাইজ নামে নগদ এজেন্টের মুহাম্মদ দিদারুল আলম এর দোকান হতে ১৬/১১/ ২০২১ ইং তারিখ একজন লোক ২ লক্ষ টাকা ক্যাশ ইন করার জন্য আসে। দিদারুল আলমের কর্মচারী মোঃ আল আমিন ২ লক্ষ টাকা নগদ এজেন্ট নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করে। ১৬/১১/ ২০২১ ইং সকাল ০৯:৫৪ মিনিট হতে ০৯:৫৭ সময়ে দুই লক্ষ টাকার মধ্যে ১,৭৫০০০ টাকা ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নেয়।

এ সংক্রান্তে পাহাড়তলী থানায় সংবাদ দিলে পাহাড়তলী থানা টিম ১৭/১১/২০২১ খ্রিঃ বিকাল ০৪:৫০ ঘটিকায় বাবুল মিয়া (২৪)কে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তি মতে ১,৭৫০০০/- টাকার মধ্যে হ্যান্ড ক্যাশ ২৫ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ৬টি রবি সিম উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments (০)
Add Comment