সীতাকুণ্ডে এই প্রথম উদ্বোধন হল সীতাকুণ্ড বাইকারস্ ক্লাব।

আব্দুল খালেক,সীতাকুণ্ডঃ বাইক প্রেমীদের নিয়ে সীতাকুণ্ডে উদ্বোধন হলো সীতাকুণ্ড বাইকারস্ ক্লাব। মহান বিজয় দিবসকে সামনে রেখে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ১৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখে বাইকারস্ ক্লাবের উদ্বোধন হয়। সীতাকুণ্ড বাইকারস ক্লাবের উদ্বোধনী অনুষ্টানে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বাইক র্যালী আয়োজন করে সীতাকুণ্ড বাইকারস ক্লাব। উক্ত বাইক র্যালীটি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের প্রধান ব্রিজ থেকে যাত্রা শুরু করে কলেজ রোড ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। উক্ত বাইক র্যালীতে মোট ৪০টি বাইক নিয়ে উপস্থিত ছিলেন সীতাকুন্ডের বিভিন্ন এলাকার বাইকাররা। উক্ত প্রোগ্রাম আয়োজন যারা করেছেন, সীতাকুন্ডে বাইকাস্ ক্লাবের এডমিন মো: সাইফুল ইসলাম শুভ, মো: আজম হোসাইন,মোশারফ করিম,মো নাঈম, মডারেটর ,মো:রনি, এবং রবিউল। সীতাকুন্ড বাইকারস্ ক্লাবের মূল উদ্দেশ্য ও লক্ষ্য, সীতাকুণ্ডের সকল বাইকারদের একটি প্লাটফর্মে নিয়ে দেশের দর্শনীয় স্থান সমূহে ট্রাফিক আইন মেনে সবার নিরাপত্তা নিশ্চিত করে ট্যুর দেওয়া এবং এর সাথে সাথে সীতাকুন্ডের বিভিন্ন পর্যটন কেন্দ্র সমূহকে সবার মাঝে তুলে ধরা এবং এর পাশাপাশি রক্তদান কর্মসূচী, এবং অসহায় মানুষদের সাহায্য করা।

Comments (০)
Add Comment