সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়ন হতে একটি “শঙ্খিনী” সাপ উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ সোনাইছড়ি ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড শীতলপুর এলাকার দক্ষিণ মোল্লা পাড়া ফৌজদার হাট বিট কাম চেক ষ্টেশন,(কুমিরা রেঞ্জ,চট্টগ্রাম উত্তর বন বিভাগ) এর ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদের নেতৃত্বে রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাইবী মসজিদ সংলগ্ন পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময়। বন কর্মকর্তাদের উপস্থিত দেখে পাচারকারীরা ফেলে পালিয়ে যায়। পরে কর্মকর্তারা শঙ্খিনী জীবন্ত সাপটি উদ্ধার করেন। পরে অবমুক্ত করার জন্য, অক্ষত অবস্থায় শীতলপুর বিট কর্মকর্তাকে বুঝিয়ে দেন।

শঙ্খিনী এমনি একটি সাপ যার ভয়ে অন্য সাপ পালিয়ে যায়। ইংরেজিতে ডাকা হয় Banded Krait, বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। নিউরো টক্সিন বিষ সংবলিত শঙ্খিনী সাপকে এলাকা ভেদে আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন; শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ প্রভৃতি।

বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর সাপ শঙ্খিনী। যারা সাপ সম্পর্কে ধারণা রাখেন শান্ত স্বভাবের কারণে তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে কালো ও হলুদ ডোরা। দৈর্ঘ্য প্রায় সারে ৬ ফুট লম্বা।

Comments (০)
Add Comment