সেনবাগ থানায় চুরির কাজে ব্যবহৃত গাড়ি সহ চোরাই মালামাল ও চুরির সরঞ্জামি উদ্ধার, গ্রেফতার ৩

মোঃ রুবেল, চট্টগ্রাম–  গত ২৬ ডিসেম্বর দুপুর ১২ ঘটিকা হইতে ৩ ঘটিকার মধ্যে যেকোন সময় সেনবাগ থানাধীন ০১নং ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া সাকিনস্থ আবদুল মালেক মঞ্জিল এর ছাদের উপর স্থাপিত গ্রামীণফোনের একটি টাওয়ার এর ইঞ্জিন রুম হইতে ৪৮ ভোল্টের ০৪টি ব্যাটারী চুরি সংক্রান্তে সেনবাগ থানায় মামলা হয়,

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর দিক-নির্দেশনায় এসআই বদিউল আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানা পুলিশের সহায়তায় তুমরিয়া বাজার এলাকা হইতে চোর চক্রের সদস্য ১) মো: রুবেল হোসেন (২৫), ২) আবুল আনছার (২৫), ২) হাবিবুল বাশার আরমান (২২)’গণকে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, ৪৮ ভোল্টের ০৪টি ব্যাটারী, চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আসামীগণ পেশাদার চোর চক্রের সদস্য। ইতিপূর্বে আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে হালিশহর থানায় চুরির মামলা রয়েছে।

Comments (০)
Add Comment