সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নোয়াখালীতে বিশেষ ট্রাফিক সমাবেশ।

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে নোয়াখালীতে জনসচেতনতা সৃষ্টিমূলক বিশেষ ট্রাফিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৩ আগস্ট)বেলা সাড়ে ১১টায় সদর ট্রাফিক অফিসে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার(এসপি)শহীদুল ইসলাম বলেন,সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে ফোর লেনের কাজ সমাপ্ত করা জরুরি।দীর্ঘদিন ধরে চলা এই কাজের কারণে যানজট নিরসন করা যাচ্ছে না।সবাইকে নিজ নিজ জায়গা থেকে ট্রাফিক আইন মেনে চলা এবং যানজট নিরসনে কাজ করতে হবে।এছাড়াও শ্রমিক ওয়েলফেয়ার নামে চাঁদাবাজি করা যাবে না।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)আকরামুল হাসান,জেলা বিআরটিএ সহকারী পরিচালক উসমান সরোয়ার,নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল,সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ারুল ইসলামসহ জেলার বাস-সিএনিজি মালিক সমিতির সদস্যরা।

Comments (০)
Add Comment