হাতিয়া নিঝুমদ্বীপে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত,আহত ২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সম্পদ (১৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আরোহী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সম্পদ নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় একটি মোটরসাইকেলের চালক মো. সম্পদ গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেলের চালক মো. সম্পদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্পদের মৃত্যু হয়। সে পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সকল কার্যাবলী শেষ হলে সম্পদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Comments (০)
Add Comment