পলাশে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ

0 ১১১

 সাইফুল ইসলাম: নরসিংদী জেলা প্রতিনিধি আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব সহায়ক সামগ্রী বিতরণ করেন। বিশিষ্ট সমাজসেবক সানাউল্লাহ দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফ্রি সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান লিগার সুলতানা।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারক  ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নূরল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রেনুকা ইয়াসমিন, ঘোড়াশাল পৌরসভার ৭/৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মরিয়ম বেগম লিমা প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!