খুটাখালীতে আচরণ বিধি লংঘনের অভিযোগে নৌকার প্রার্থী মোহাম্মদ বেলাল আজাদের প্রতিবাদ সভা

0 ১২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পোষ্টার ছিড়ে আচরণ বিধি লংঘন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নানা হুমকিতে বিপাকে পড়েছেন ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা। ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জনতলীতে নৌকা মার্কার পোষ্টার ছিঁড়ে তার উপর আনারস প্রতীকের পোষ্টার লাগিয়েছে সমর্থকরা। এ নিয়ে স্থানীয় আ’লীগের মাঝে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। অভিযোগ উঠেছে অদৃশ্য শক্তির ইশারায় বেপরোয়া হয়ে উঠছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। নির্বাচনের কোন বিধি মানছেন না তারা। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই সংঘাত সংঘর্ষ বেড়ে যাবার আশঙ্কা বাড়ছে ইউনিয়নের সর্বত্রই। আচরন বিধি লংঘন ও আনারস প্রতীকের সমর্থকদের এমন আচরনের অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় নৌকা মার্কার নির্বাচনি কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেন খুটাখালী ইউনিয়ন আ’লীগের প্রার্থী মোহাম্মদ বেলাল আজাদ। ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভা পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক ভুট্রো। এসময় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বেলাল আজাদ তার বক্তেব্যে বলেন, আমার নির্বাচনী এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর ও তার সমর্থকরা নির্বাচনী আচরন বিধি লংঘন করে পোষ্টার ছিঁড়াসহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। এ সকল ঘটনা তাৎক্ষনিক উপজেলা রিটানিং অফিসারকে মোবাইল ফোনে অবহিত করেছি। এসব কারনে আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে সংশয় দেখা দিয়েছে। তিনি আরো বলেন, ইউনিয়নের হাজী পাড়াসহ বিভিন্ন এলাকায় আমার ব্যবহৃত পোষ্টার গুলো ছিঁড়ে ফেলছে। পোস্টার ছিড়ার প্রতিবাদ করায় খুটাখালী বাজারে সন্ধ্যায় আমার কর্মী লাল মুহিদ উদ্দীন সাগরকে হুমকি দেয়া হয়েছে। এসব ঘটার পর আমি মুঠোফোনে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীকে জানায়। কিন্তু তিনি কিছুই জানেন না বলে দাবী করেন। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নির্বাচনী মাঠে রয়েছে জানিয়ে তিনি বলেন, আপনারা খবর নিয়ে দেখুন কারা অশান্তি সৃষ্টি করতে চাই। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টির ব্যবস্থা থাকলেও আনারস মার্কার সমর্থকরা তা মানছেন না। বিষয় গুলো তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত ভাবে অভিযোগ দেয়া হবে। পরিশেষে তিনি বলেন, কোন অবস্থাতেই নির্বাচনী মাঠ ছাড়বো না। খুটাখালীবাসী আমাদের সাথে আছে। জনগণই তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। পাশাপাশি আইন শৃংখলাবাহিনী জনগনের পক্ষে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করে এলাকার সন্তান হিসেবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহবান জানান। প্রতিবাদ সভায় ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ সভাপতি মাষ্টার বশির আহমদ, সাধারন সম্পাদক বাহাদুর হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজ, সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির, যুবলীগ সাবেক সাধারন সম্পাদক আবু তৈয়ব, যুবলীগ নেতা মাহবুবুল হাসান সাকিব, জাতীয় শ্রমিকলীগ নেতা লাল মুহিদ উদ্দীন সাগর ও ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!