চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে তথ্য সংগ্রহকালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক ঈসা মোহাম্মদ।

0 ৭৯৭,৫৮৭

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে কিশোর গ্যাংয়ের হামলায় দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদ আহত হয়েছেন।বৃহস্পতিবার(১১ মে)রাত আনুমানিক ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকায় শহীদ মিনার সংলগ্ন এ ঘটনাটি ঘটেছে।

আহত সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে।ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক ঈসা মোহাম্মদ বলেন,চট্টগ্রাম বায়জিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকার চট্টগ্রাম বন উত্তর বিভাগ গং ও বেলায়েত হোসেন মুন্সী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধের তথ্য সংগ্রহকালে,আমার সহযোদ্ধা দৈনিক দেশের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন,সাপ্তাহিক অপরাধ ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি জিয়াউল হক,দৈনিক বাংলা টুডে পত্রিকার বার্তা সম্পাদক মুফাসসিরুল হক,দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি বিদ্যুৎ দেব,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন এবং বায়জিদ বোস্তামী থানার দায়িত্বরত এস আই খোরশেদ আলমসহ উপস্থিত সকলের সামনে কিশোর গ্যাং সদস্যরা মধ্যযুগীয় বর্বর কায়দায় আমার উপর হামলা চালায়।

হামলাকারীদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত আব্দুর রবের ছেলে আনোয়ার হোসেন ছিল।কিশোর গ্যাং সদস্যরা আমার শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল,ঘুষি ও লাথি মারে।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদের উপর হামলার ঘটনার দায়ী কিশোর গ্যাং লিডার আনোয়ার হোসেনসহ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!