পরিবেশ ছাড়পত্র না থাকায় ৫টি ভবনের মালিককে জরিমানা

0 ৬৫৪,৪২২

পরিবেশ-প্রতিবেশের ক্ষতিসাধন করা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নগরীর খুলশীর ৫টি বহুতল ভবনের মালিককে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।মঙ্গলবার(১০ জানুয়ারি)দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানিতে এসব জরিমানার আদেশ দেন পরিচালক হিল্লোল বিশ্বাস।

জানা যায়,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই খুলশীর ৫ টি বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।একইসাথে ভবনগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি।তারা পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনে লিপ্ত ছিল।এ কারণে নগরীর খুলশী এলাকাধীন এয়াকুব ফিউচার পার্কের টাওয়ার ২৭’কে ৬ লাখ টাকা,একই পার্কের দক্ষিণায়নকে ৬ লাখ টাকা,এম্পায়ার এপার্টমেন্টকে ৬ লাখ টাকা,এস এম হেরিটেজকে ৮ লাখ টাকা ও একই পার্কের নজরুল ইসলাম ও কামরুল ইসলামের(প্লট নং বি/২০)ভবনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আদেশে সংশ্লিষ্ট ভবনগুলোর মালিকদের আগামী ১ সপ্তাহের মধ্যে ধার্যকৃত জরিমানা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।অন্যথায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন,পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন এবং ছাড়পত্র না থাকায় ৫টি বহুতল ভবনকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তাদেরকে আগামী ১ সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!