বিবেক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র সাহায্য প্রার্থী ব্যাক্তিকে বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়।

এম এ মান্নান মিনহাজ: সতত স্বদেশের তরে এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জুড়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে বিবেক ফাউন্ডেশন। বিবেকের চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৩-১১-২০২০ রোজ শুক্রবার, জনাব আব্দুল মুনাস , বাসা ২নং রোড, পোর্টকলনী, করোনা মহামারীতে যিনি বেকার হয়ে শেষ পর্যন্ত ভিক্ষা করতে বাধ্য হন। বিবেকবোধের জায়গা থেকে বিবেক ফাউন্ডেশন বিকল্প হিসবে উনার ঝালমুড়ি বিক্রির করার ব্যবস্থা করেন। আজ ওই ব্যাক্তির বিকল্প এই কর্মসংস্থান কর্মসূচীর শুভ সূচনা করেন, বিবেক ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক। বিবেকের উপদেষ্টা জনপ্রিয় টিভি অনুষ্ঠান “ইত্যাদি” এর রক্তবন্ধু খ্যাত , সামাজিক সংগঠক আশীষ কান্তি মহুরী। বিবেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সামাজিক সংগঠক আবু নাছের জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক, মোঃ সোহেল, আব্দুস সালাম, আনিসুর রহমান শরীফ, তওহীদুল ইসলাম তুহিন, মোঃ সুমন, জটিল মজুমদার, আওলাদ হোসেন বাবু, ইমাম হোসেন প্রান্ত, মোঃ ফয়সাল, মোঃ পাবেল, অপি, আওয়াল খান শাহীন , রাজা শাহ সহ প্রমূখ। এ সময় বিবেক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক দ্বীপু মজুমদার বলেন, ” “একটি মুখের হাসির” জন্য জাতির সূর্য সন্তানরা যে যুদ্ধ করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আমরা স্বাধীনতার চেতনা বুকে ধারন করে আজও সেই হাসি মুখের যুদ্ধ চলমান রেখেছি। আমরা চাই মানবিক এই পৃথিবী মানবিকতার অকৃত্রিম হাসিতে পরিস্ফুট হোক সর্বদা বিবেকের মানবিক কার্যক্রমে সকলকে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি ,সেই সাথে বিবেকের সাবেক ও বর্তমান সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদেরকে শক্তি ও সাহস যোগানোর জন্য যিনি তার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন অত্র এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক ফটিক ভাই ও আশীষ মামার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিবেকের আজকের এই কার্যক্রমের বিশেষ সহযোগিতার জন্য মোঃ রানা ও জুয়েল ভাইর প্রতি বিবেক ফাউন্ডেশনের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”

Comments (০)
Add Comment