রামু জোয়ারিয়ানালায় বনভূমি দখল করে আলিশান বাড়ি নির্মাণ করছে ভূমিদস্যু নুরুল হুদা

আবদুর রাজ্জাকঃ কক্সবাজারে বনভূমি দখলদারদের বিরুদ্ধে বন বিভাগ জিরোটলারেন্স ঘোষনা দিলেও মাঠপর্যায়ে এ ঘোষনা তেমন কার্যকর হচ্ছে না। বনকর্তাদের গুটিকয়েক ভূমিদস্যুদের সাথে আতাত করে বনভূমি দখলের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে স্হানীয় সচেতন মহলের অভিযোগ।অনুসন্ধানে উঠে এসেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধীন পূর্ব নুনাছড়ীতে প্রতিদিন নিত্যনতুন পদ্ধতিতে বনের জমি জবর দখল হচ্ছে।কোথাও কোথাও বনভূমি কেটে সমতল করে পাকা দালান থেকে শুরুকরে পোলট্রি ফার্ম ও নানা স্হাপনা গড়ছে দখলবাজরা।মেহেরঘোনা রেঞ্জের ধলিরছরা বিটের অধীন বনভূমির প্রায় সিংহ ভাগ জায়গায় দখলবাজরা নিয়মিত পাহাড় কেটে পাকা ঘর নির্মাণ ও পাহাড়ি বালু অবৈধভাবে বিক্রি করছে।সূত্র জানায়,বালু সিন্ডিকেট ও দখলবাজ চক্র এখন বনভূমি দখলের মহোৎসব চালাচ্ছে ।দীর্ঘ সময় ধরে জোয়ারিয়ানালা ও মেহেরঘোনা রেঞ্জ এলাকায় একটি প্রভাবশালী দখলবাজ চক্র বনভূমি দখল করে তা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে দেদারচ্ছে।বন প্রহরীরা টহলে গিয়ে দখলের এ প্রক্রিয়া দেখেও না দেখার ভান ধরেছে বলে ভয়াবহ অভিযোগ রয়েছে।জানা যায়,বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নুরুল হুদা আশিক নামের এক প্রবাসী জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধীন পূর্ব নুনাছড়ী এলাকার পাহাড়িয়া পাড়ায় বিশাল আকারে বনজমি দখলে নিয়ে সেখানে পাকা ডুপ্লেক্স ভবন নির্মাণের দুঃসাহস দেখিয়েছে।বনজমিতে ঐ ভবন নির্মাণ করতে গিয়ে তারা সরকারি বনভূমির গাছ কেটে যথেষ্ট ক্ষতি ডেকে এনেছে বলে স্হানীয়দের অভিযোগ।আরো জানা যায়,জোয়ারিয়ানালার ইলিশিয়া পাড়ার সোলতান আহমদ এর ছেলে প্রবাসী নুরুল হুদা আশিক পূ্ব নুনাছড়ীর শাহ আলম নামের এক ভূমিদস্যুর কাছ থেকে মোটা অংকের টাকা দিয়ে সরকারি বনভূমি ক্রয় করে বন গাছ ও পাহাড় কেটে ডুপ্লেক্স ভবন নির্মাণ করছে। শুধু ঐ এলাকায় নয় জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধীন আরো কয়েকটি এলাকায় তাদের এমন ধ্বংসযঙ্গ চলছে বনজমি দখলে।বনজমিতে ভবন নির্মাণে অভিযুক্ত নুরুল হুদা আশিকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, আমি বন বিভাগের ম্যানেজ করে বাড়ি নিমার্ণ করছি। এতে আপনাদের কোন সমস্যা থাকার নয়।এ প্রসঙ্গে জোয়ারিয়ানালা রেঞ্জকর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি জানান, ইতিমধ্যেই বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। অচিরেই উক্ত বাড়িটি বন বিভাগের জায়গা থেকে উচ্ছেদ করা হবে এবং উক্ত ভূমিদস্যু নুরুল হুদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, উক্ত ভূমিদস্যু নুরুল হুদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ বন ভূমি দখলকারীদের বিরুদ্ধে শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে তিনি জানান।

Comments (০)
Add Comment