মুরাদনগরে মহানবী কে নিয়ে ব্যঙ্গচিত্র ফেসবুকে পুষ্ট দেওয়ার অভিযোগে আটক ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে মহানবী হযরত মুহাম্মদ (স:) নিয়ে ফ্রান্সের প্রদর্শিত ব্যঙ্গচিত্র সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে দুজনকে আটক করেছে উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটক হওয়া দুই ব্যক্তি হলেন, উপজেলার কুরবানপুর গ্রামের রায় মোহন দেবনাথের ছেলে শংকর দেবনাথ (৫৪) ও আন্দিকুট গ্রামের জীবন ভৌমিকের ছেলে অনিক ভৌমিক(২০)। আটক হওয়া দুইজন সনাতন ধর্মালম্বী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শংকর দেবনাথ এবং অনিক ভৌমিক তাদের ফেসবুক আইডি থেকে ফ্রান্সে প্রদর্শিত মহানবী হযরত মুহাম্মদ (স:) ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং অন্যান্য পোস্টে গিয়ে তা সমর্থন করে মন্তব্য করে। বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পরেছে। এ নিয়ে শনিবার রাত থেকে তাদের গ্রেফতারের দাবিতে এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। যার ফলে বাঙ্গরা বাজার থানা পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে আটক করে। বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ বলেন, হিন্দু ধর্মের অনুসারী হয়েও মুসলিম বিদ্বেষী হয়ে ফেসবুকে অপপ্রচার এবং কমেন্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে। রবিবার বিকেলে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (০)
Add Comment