জসিম উদ্দিন রুবেলঃ বেগমগঞ্জ থানার ০৫ নং ছয়ানী ইউনিয়নের নয়নপুর কচুয়ার বিলের কৃষি জমি থেকে ড্রেজারে মাধ্যমে অবৈধ বালু উত্তোলন করে পাটোয়ারি বাড়িতে পুকুর ভরাট কাজ চলতেছে। একই এলাকায় রাজা মিয়ার বাড়ির আব্দুর রহমানো ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করে পুকুর ভরাটের কাজ চলতেছে। এই নিয়ে এলাকায় কৃষক গণ ক্ষোভ প্রকাশ করছে। স্থানীয় কৃষকগণ বলেন যে ভাবে আমাদের কৃষি জমি থেকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মদদে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে এর ফলে আমাদের কৃষি জমিগুলো হুমকির মুখে পরে।রাজা মিয়ার বাড়ির আব্দুর রহমান বলেন সবাই বালু উত্তোলন করলে কোন সমস্য হয় না আমি উত্তোলন করলে সমস্য আগে পাটোয়ারি বাড়িটা বন্ধ করেন পরে আমি বন্ধ করব।
এই বিষয়ে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানার জন্য মুঠোফোন ফোনে করলে ফোনে সংযোগ না পাওয়া রাজগন্জ পুলিশ পাড়িঁ ইনচার্জ মোঃ মারুফ হোসেন কে ফোন করলে তিনি বলেন আমি অবৈধ বালু উত্তোলনের কথা জানতাম না তবে আমি অবৈধ বালু উত্তোলন বন্ধ করেদিমু বলে আমাদের কে আশ্বস্ত করেন।