অপপ্রচার করা হলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবোঃ ইউএনও লামা

0 ১৬১

জাহিদ হাসান,লামাঃ বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ইউএনও নুর-এ-জান্নাত রুমি বলেছেন, গত ক’দিন ধরে আমার ব্যক্তিগত ও পরিবারিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে অতিরঞ্জিত ও মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।যা বাস্তবতা বিবর্জিত ও মোটেও তথ্যভিত্তিক নয়।

যা লামা উপজেলায় তাঁর প্রশাসনিক এলাকায় তাকে হেনস্তা করার শামিল। এ সব নিউজ, কমেন্ট প্রচারের আগে তাঁর সাথে এ বিষয়ে কোন যোগাযোগও করা হয়নি। তাঁর পারিবারিক বিষয় নিয়ে মনগড়া মন্তব্যে তিনি অহেতুক সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছেন। লামা উপজেলার ইউএনও নুর-এ-জান্নাত রুমি এক ‘দৃষ্টি আকর্ষন’ শিরোনামে ১০ জুলাই শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এধরনের অপপ্রচার, মিথ্যা নিউজ পরিবেশন না করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তারপরও ইউএনও নুর-এ-জান্নাত রুমির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে তাঁর নিজের সুরক্ষার জন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিজ্ঞ আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন স্বজনেরা। নিন্মে ‘দৃষ্টি আকর্ষন’ শিরোনামে ১০ জুলাই শুক্রবার দেওয়া এক বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো :

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!