একদল যুবকের উদ্যোগে বৃদ্ধ সফিয়ার পেলো নতুন ব্যাটারি চালিত ভ্যান

0 ১৭৯

লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের ফকিরপাড়া ইউনিয়নের একদল যুবকের উদ্যোগে দরিদ্র বৃদ্ধ সাফিয়র রহমান (৬০) একটি নতুন ব্যাটারি চালিত (অটো) ভ্যান পেয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে টার দিকে যুবক ফেসবুক ব্যবহারকারীদের এক গ্রুপের মেসেঞ্জার গ্রুপ ও ম্যান ফর ম্যানের উদ্যোগে অটোর ভ্যানটি বড়খাতা বাজারের আল মদিনা মার্কেটে সফিয়ার রহমানের কাছে হস্তান্তর করা হয়। সফিয়ার রহমান (৬০) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে। ৪০বছর ধরে ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে বয়সের ওজন এবং বিভিন্ন অসুস্থতার কারণে তার শক্তি হ্রাস পেয়েছে। ফলস্বরূপ, বৃদ্ধ সফিয়ার রহমান পুরাতন ভ্যানটি দিয়ে আগের মতো উপার্জন করতে পারেনা। ফলস্বরূপ, তার পরিবারের সদস্যদের প্রায়ই না খেয়ে অর্ধ-খাওয়া থাকতে হয়েছিল। দরিদ্র বৃদ্ধ সফিয়ারের দুর্দশা দেখে এলাকার ছেলে মানিক হোসেন রিয়াদসহ একদল যুবক এগিয়ে এলেন। এরপরে, সবার সহযোগিতা নিয়ে গতকাল (শনিবার) সফিয়ার রহমানের কাছে ৪৫ হাজার টাকার একটি নতুন ব্যাটারি চালিত (অটো) ভ্যান তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুর রহমান রন্টু, সামাজিক সংগঠন ফ্রেন্ড সেন্টারের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ম্যান ফর ম্যান গ্রুপের এডমিন মানিক হোসাইন রিয়াদসহ সকল সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!